Why International Working Women’s Day?

“We Write. We Rise” – Voices from Within by Our Writers

...

কেন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস ?

মালবিকা চক্রবর্তী

৮ মার্চ, মেয়েরা ভোট দেওয়ার অধিকার পায়। অর্থাৎ গণতান্ত্রিক এই ব্যবস্থায় মহিলারাও প্রবেশাধিকার পেলেন। এই অধিকারের জন্য লড়াই করেছিলেন জার্মানির সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট পার্টির অন্যতম স্বক্রিয় নেতৃ ক্লারা জাটকিন। ১৯১০ সালের ৮ মার্চ সমাজের সর্বস্তরের শ্রমজীবী নারী সম্মেলনে ভোটের অধিকার আর তাঁদের বিপ্লবী পদক্ষেপকে আন্তর্জাতিক স্বীকৃতি র ঘোষণা করেন। লেনিন ১৯২২ সাল থেকে এই ৮ মার্চ দিনটি রাশিয়ান বিপ্লবে অংশগ্রহণ করা মহিলাদের প্রথম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস নামে প্রচলন করেন। এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব এখানেই, যে, সমাজের সব রকম শ্রমে , রাজনীতি র সর্বক্ষেত্রে নারীর অবস্থানকে সম্মানজনক রাখা। ঘরে এবং বাইরে তাঁর শ্রম দানকে অবজ্ঞা ও তাচ্ছিল্য না করা । শ্রমজীবী শব্দ বাদ দিয়ে কেবল নারী দিবস হতে পারে না। কারণ, ৮ মার্চ দিনটি নারীর নিদারুণ শ্রমে অর্জিত একটি দিন। তাই ৮ মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস নয়। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এই দিনটির সঙ্গে নারী জীবনের স্বনির্ভরতা জড়িয়ে।