
অমৃত হয়েছি, মরেও মরিনা – নারী আমি নারী।
যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি – নারী আমি নারী।
দ্রৌপদীর নামে বস্ত্র হরণে যুদ্ধে বাজালো ভেরী।
সভ্যতার নামে কত ঢাকা দিলে পড়ালে যে কত বেড়ি।
তবু কেমন দাঁড়িয়ে আজও – আঁচলে সজল নারী।
চাও দরশন রাজপুতানিরে – আগুন নিলাম নারী।
দশমাথা ব্যথা রামসীতা গাঁথা তাও ছিল তাতে নারী।
রেখে সব ব্যথা স্তন দেয় মাতা ছায়ার ঘোমটা সে নারী।
প্রেম দিল রাধা কলঙ্কিত হয়ে সামলান ঘাঘরি।
যত কর ধর্ষণ বকুতিতা বরষণ, সারি সারি তত নারী।
অমৃত হয়েছি মরেও মরিনা – স্বতী হব আমি নারী।
বড় বড় বাড়ি কত কত গাড়ি – নারী চাই নারী।
কার দুর্মতিতে দুর্বার কমিটিতে গেল সেও ওগো নারী।
অমৃত হয়েছি মরেও মরি না – সতী হব আমি নারী।
সতী দাহ প্রথা হবে অন্যথা – পুড়ুক বধূ সেও নারী।
যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি – যমের অরুচি নারী।
মুখ চাই সুন্দর ভাল মন্দর, মাটির মত সইতে পারি।
পি এন পিসিও করতে পারি।
আঁধারে আলো জ্বালতে পারি। মরব না আর মরব না।
পারবে না কেউ পারবে না। অমৃত হয়েছি।
আমি – স-অ-রী-নারী-। কল্পনা চাওলা
হতে পারি। আশা, উষা,লতা মঙ্গেশকর হতে পারি।
বিদুলা নাথ বসু,
আগড় পাড়া, বোস গার্ডেন
কলকাতা - ৭০০১০৯